

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ প্রার্থী ও প্রার্থীর প্রতিনিধিদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
সম্মেলন কক্ষে জেলা রির্টানিং অফিসার মোঃ শাহাদাত হোসেন মাসুদ চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান মিঞা (ধানের শীষ), জামায়াতের কেরামত আলী (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আফজাল হোসেন (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ আব্দুল হালিম (ছড়ি), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মোঃ শামসুল হোদা (মোমবাতি)ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ মনিরুল ইসলাম (হাতপাখা)’র হাতে প্রতীক তুলে দেন।
এরপর চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) আসনে বিএনপির মোঃ আমিনুল ইসলাম (ধানের শীষ) জামায়াতের ড. মিজানুর রহমান (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মু. খুরশিদ আলম (লাঙ্গল), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোঃ সাদেকুল ইসলাম (কাস্তে) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোঃ ইব্রাহিম খলিল (হাতপাখা) এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপির মোঃ হারুনুর রশীদ (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মোঃ নূরুল ইসলাম (দাঁড়িপাল্লা), জেএসডি’র মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন (তারা), গণঅধিকার পরিষদের মোঃ শফিকুল ইসলাম (ট্রাক) ও ইসলামী আন্দোলনের মোঃ মনিরুল ইসলাম (হাতপাখা)’র হাতে প্রতীক তুলে দেন জেলা রির্টানিং অফিসার।
প্রতীক বরাদ্দ শেষে বক্তব্য রাখেন, জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। এসময় বক্তারা সকল প্রার্থী, প্রস্তাবক ও সমর্থকদের আচরণ বিধি মেনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সকলের সহযোগিতা চান।

