

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: জুলাই যোদ্ধা সানজিদকে মিথ্যা হত্যা মামলায় জড়ানো হয়েছে—এমন অভিযোগ তুলে সাতকানিয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার ও ছাত্র-জনতা।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে সাতকানিয়া থানার গেইটে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব ও অর্থের বিনিময়ে সাতকানিয়া থানার ওসি ও কয়েকজন এসআই একটি মহলের এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করছেন। এর অংশ হিসেবেই সানজিদের বিরুদ্ধে অন্যায়ভাবে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেন তারা।
বক্তারা বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জুলাই যোদ্ধা সানজিদের নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধন থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়। মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ভুক্তভোগী পরিবার ও ছাত্র-জনতা।

