ঢাকা
২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৫
logo
প্রকাশিত : জানুয়ারি ২১, ২০২৬

সাতকানিয়ায় জুলাই যোদ্ধা সানজিদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: জুলাই যোদ্ধা সানজিদকে মিথ্যা হত্যা মামলায় জড়ানো হয়েছে—এমন অভিযোগ তুলে সাতকানিয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার ও ছাত্র-জনতা।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে সাতকানিয়া থানার গেইটে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব ও অর্থের বিনিময়ে সাতকানিয়া থানার ওসি ও কয়েকজন এসআই একটি মহলের এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করছেন। এর অংশ হিসেবেই সানজিদের বিরুদ্ধে অন্যায়ভাবে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেন তারা।

বক্তারা বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জুলাই যোদ্ধা সানজিদের নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধন থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়। মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ভুক্তভোগী পরিবার ও ছাত্র-জনতা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram