ঢাকা
২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৩১
logo
প্রকাশিত : জানুয়ারি ২১, ২০২৬

দামুড়হুদায় ফেনসিডিলের বিকল্প ইসকাফসহ দুইজন আটক, প্রাইভেট কার জব্দ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দামুড়হুদা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ৮৪০ বোতল নেশাজাতীয় ফেনসিডিলের বিকল্প সিরাপ ইসকাফ উদ্ধার করেছে। এ ঘটনায় দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালিত হয় বুধবার ভোরে উপজেলার জগন্নাথপুর এলাকায়। গ্রেফতারকৃতরা হলেন, রাজবাড়ী জেলার লক্ষীকোল গ্রামের মৃত জব্বার সরদারের ছেলে মোঃ সাইদুল সর্দার (৩৯) ও একই গ্রামের বাসিন্দা মোঃ কেয়াম উদ্দিন মল্লিকের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩৫)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে নাটুদাহ-জগন্নাথপুর সড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে পুলিশের গাড়িতে আঘাত দিয়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে পুলিশের সঙ্গীয় ফোর্সসহ টিম ওই গাড়িটি আটক করতে সক্ষম হয়।

কারটি তল্লাশি করলে ভিতরে ৮৪০ বোতল ইসকাফ সিরাপ উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, উদ্ধারকৃত ইসকাফ সিরাপটি ফেনসিডিলের বিকল্প হিসেবে মাদক ব্যবসায়ীরা বাজারজাত করছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জামাল আল নাসের জানান, ফেনসিডিল ও ইসকাফের জেনেটিক নাম একই হওয়ায় মাদক ব্যবসায়ীরা ইসকাফকে বিকল্প হিসেবে ব্যবহার করছে। এটি ভারতের বিভিন্ন কোম্পানির মাধ্যমে ভিন্ন নামে সরবরাহ করা হচ্ছে। বিষয়টির পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকার সম্ভাবনা রয়েছে এবং এ নিয়ে তদন্ত চলছে।

উদ্ধারকৃত মাদক ও গাড়ি বর্তমানে ডিবি পুলিশের হেফাজতে রয়েছে। গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram