

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর (বরিশাাল) প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলায় একটি নদী থেকে অজ্ঞাত পরিচয় এক পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেউরী বাড়ি সংলগ্ন সন্ধ্যা নদীর শাখা কচা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে কচা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা দ্রুত উজিরপুর মডেল থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
পুলিশের উপস্থিতিতে নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি তোলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি নদীর তীরে আটকে ছিল এবং পানিতে দীর্ঘ সময় থাকার কারণে শরীর ফুলে যাওয়ার লক্ষণ দেখা যায়। তবে দৃশ্যমানভাবে আঘাতের কোনো স্পষ্ট চিহ্ন তখনো নিশ্চিত হওয়া যায়নি।
উজিরপুর মডেল থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মরদেহটি আনুমানিক মধ্যবয়সী একজন পুরুষের। তার পরনে থাকা পোশাক ও দেহে থাকা আলামত থেকে প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের সঙ্গে কোনো জাতীয় পরিচয়পত্র বা পরিচয়সূচক কাগজপত্রও পাওয়া যায়নি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। আশপাশের থানা ও জেলাগুলোতে নিখোঁজ ব্যক্তিদের কোনো সাধারণ ডায়েরি বা অভিযোগ রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেক কৌতূহলী মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রশ্ন ও উদ্বেগ দেখা দিলেও পুলিশ তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে আশ্বাস দিয়েছে।

