

আব্দুর রব, বড়লেখা মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখায় জাতীয় প্রবাসী দিবস ও আর্ন্তজাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও গালিব চৌধুরীর সভাপতিত্বে ও কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক এসএম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. কামরুল হাসান।
ইউএনও বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে সর্বোচ্চ অবদান রাখছেন। কারিগরি শিক্ষায় দক্ষ করে আমাদের জনশক্তিকে বিদেশে পাঠাতে পারলে প্রবাসী ব্যক্তি যেমন ভাল উপার্জন করতে পারেন, ঠিক তেমনি দেশের সম্মান বৃদ্ধি পায়। সমৃদ্ধির দিকে ধাবিত হয়।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাস, সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল প্রমুখ।

