ঢাকা
৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ২:৪০
logo
প্রকাশিত : অক্টোবর ৩, ২০২৫

শিবচরে বিএনপির নেতার সাথে সাংবাদিকদের মতবিনিময়

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয় দল এর মাদারীপুর জেলার সাবেক সহসভাপতি, শিবচর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বর্তমান নবগঠিত উপজেলা বিএনপির সদস্য ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী কামাল জামান  মোল্লার সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে তার নিজ বাসভবন পৌরসভার শিবরায়ের কান্দি এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় তিনি সাংবাদিকদের নিয়ে তার বন্যার্ঢ্য রাজনৈতিক জীবনের বিস্তারিত তুলে ধরার পাশাপাশি আগামীতে তার বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন। এসময় তিনি দেশের সার্বিক পরিস্থিতি ও চলমান রাজনীতি নিয়ে আলোচনার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সভায় বিএনপির নেতা কামাল জামান মোল্লা বলেন,একটি পরিচ্ছন্ন শিবচরের স্বপ্ন দেখি আমি। আওয়ামী লীগের  প্রেতাত্মাদের কারনে মহাসড়ক সহ রাস্তাঘাটের বেহাল দশা। শিবচর বাজারে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দূর্ভোগ হচ্ছে। এই দূর্ভোগ  লাগবে জরুরী ব্যবস্থা নিতে হবে। আমাদের দল ক্ষমতায় না থাকলেও আমরা জনগণের জন্য রাজনীতি করি।

শিবচরে যারা দূর্নীতি করে তাদের উদ্দেশ্য বলেন,দল কারো দূর্নীতি প্রশ্রয় দেয়না।কেউ যদি দূর্নীতি করে সে দায়ভার দল নেবে না।

রাজনৈতিক নেতৃবৃন্দকে উদ্দেশ্যে তিনি বলেন, শুধু মিছিল মিটিংয়ে সীমাবদ্ধ না থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জনগণের ভোগান্তি লাঘবে নিজ উদ্যোগে কাজ করতে হবে। কর্মসূচী দিয়ে জনসম্পৃক্ততা বাড়াতে হবে।

উপজেলা ভিত্তিক ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দল, মত, গ্রুপিং ভেদাভেদ ভুলে কাঁধেকাঁধ মিলিয়ে শিবচরে উন্নয়নে কাজ করতে হবে। আসুন দলমত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ কয়রা হই।

এক প্রশ্নে বিএনপির নেতা বলেন, সাংবাদিক ও রাজনৈতিক নেতারা একসাথে কাজ করলে দুর্নীতিমুক্ত, উন্নত শিবচর গড়া সম্ভব। প্রশাসনকে ন্যায়বিচারে বাধ্য করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি।

এসময় শিবচর উপজেলা ও মাদারীপুর জেলায়  কর্মরত জাতীয় ও আঞ্চলিক পত্রিকা ও টেলিভিশন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram