শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপার হাকিমপুর ইউনিয়নের নলকোলা গ্রামের জামে মসজিদের গঠিত কমিটি নিয়ে বিতর্কের জেরে শুক্রবার দুপুরে প্রতিপক্ষের হামলায় লালগোলা গ্রামের রাজ্জাক শিকদার, আব্বাস মাস্টার সাত্তার শিকদার,সৌকত শিকদারসহ ৫ জন গুরুত্বর আহত হয়েছে।
আহত ব্যক্তিদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সৌকত সিকদার কে উন্নত চিকিৎসার জন্য মূমুর্ষূ অবস্থায় ফরিদপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ ব্যপারে আহত রাজ্জাক শিকদার জানান, বিএনপির মিটিংয়ে যাওয়া এবং নলখোলা জামে মসজিদের কমিটি নিয়ে আওয়ামী নেতা ও হাকিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকু সিকদারের কর্মিরা আমরা মসজিদে নামাজ পড়তে গেলে আমাদের উপর হামলা করে গুরুতর ভাবে আহত করেছে।
এব্যাপারে শৈলকুপা থানার ওসি তদন্ত শাকিল আহমেদ জানান, নলখোলা গ্রামের মারামারির সংবাদপেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে লিখত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে মামলা নিয়ে আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে।