

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে পৃথক সড়ক দুঘর্টনায় সাহিদা খাতুন (৭০) ও অনিক মিয়া (২৫) নামে দুইজন নিহত হয়েছে। নিহত সাহিদা খাতুন রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর গ্রামের আমির উদ্দিন সরদারের স্ত্রী ও অনিক খানখানাপুর মিয়াপাড়া এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে।
রোববার সকালে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের আলাদীপুর ও গোয়ালন্দ মোড় এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম শেখ জানান, দু’টি দুঘর্টনার খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সদরের গোয়ালন্দ মোড় এলাকায় বাঁশবোঝাই নসিমন সাহিদা খাতুনকে ধাক্কা দেয়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অপরদিকে সদর উপজেলার আলীপুর এলাকায় নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী অনিক মিয়া আহত হয়। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

