

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে অবৈধ নসিমনের চাপায় মো. সজিব মোল্লা (৪০) নামে এক মোটর মেকানিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব মোল্লা রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত ওবায়দুর মোল্লার ছেলে। তিনি শ্রীপুর বাজারে ইজিবাইকের ব্যাটারি ও মোটর মেরামতের কাজ করতেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনা ঘটনার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে স্কুল থেকে ছেলেকে বাড়ি পৌঁছে দিয়ে শ্রীপুর বাজারে ফেরার পথে ইঞ্জিনচালিত নসিমন তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

