

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: দেওয়ানগঞ্জের চুকাইবাড়ী ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম ফুলু মদ্যপ অবস্থায় গতকাল রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ন’টার দিকে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দি বাংলাদেশ টুডে পত্রিকার প্রতিনিধি মো. শামছুল হুদা (রতন) কে তথ্য সংগ্রহকালে হেনস্তা করে।
ঘটনাটি ঘটেছে পৌর শহরের বেলতলী এলাকার ভূমি অফিস সংলগ্ন রিয়াযুল জান্নাত মহিলা কওমি মাদ্রাসার সামনে। হেনস্তার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
সাংবাদিক মো. শামছুল হুদা রতনের ভাষ্য, ওই দিন রাত আটটার দিকে লোকমুখে ছড়িয়ে পড়ে 'রিয়াযুল জান্নাত মহিলা কওমি মাদ্রাসায়' একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তথ্য অনুসন্ধানের জন্য ঘটনাস্থলে যাওয়া হয়। সেখানে মদ্যপ অবস্থায় উপস্থিত হয় বিএনপি নেতা সাইফুল ইসলাম ফুলু। সে মাদ্রাসার বিষয়টির নেতৃত্ব দিতে চায়। এবং আমাকে দেখে আওয়ামীলীগ তকমা দিয়ে গালিগালাজ শুরু করে। সেইসাথে ফোন করে তার গুন্ডাবাহিনীকে দ্রুত ঘটনাস্থলে আসতে বলে। একপর্যায়ে 'আওয়ামীলীগকে ধর' বলে ধাওয়া করার চেষ্টা করে। এসময় দেওয়ানগঞ্জ মডেল থানায় যোগাযোগ করে পুলিশের সাহায্য চাইলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফুলুর দলবলকে ছত্রভঙ্গ করে দেয়।

