

মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে স্বামীর ঘর থেকে তানজিনা আক্তার (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২০ জুলাই) আনুমানিক রাত ৯ টার দিকে উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী ভূইয়াহাটি গ্রামে স্বামীর বাড়ির ঘরের বারান্দার কাঠের বর্গার সঙ্গে গলায় ফাঁস দেন তিনি।
তানজিনা আক্তার কৃষক সুমনের স্ত্রী। সে কেন্দুয়া উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কাওরাট গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে।
জানা যায়, ২ বছর আগে কদমশ্রী গ্রামের আবুল হোসেনের ছেলে সুমন (২৫) এর সঙ্গে পারিবারিকভাবে তানজিনা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে ৯ মাসের একটি ছেলে সন্তান রয়েছে।
এ ব্যাপারে তানজিনা আক্তারের পিতা হুমায়ুন কবির বলেন, আসরের নামাজের সময় আমার পরিবারের সঙ্গে আমার মেয়ে তানজিনা আক্তারের কথা হয়েছে। কিন্তু কিছুক্ষণ পরে খবর আসে আমার মেয়ে আত্মহত্যা করেছে। কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। রশি দিয়ে ঘরের বারান্দার কাঠের বর্গার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলে শুনেছি।
মদন থানার (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

