মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ও নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফ এর সহযোগিতায় মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ আয়োজনে করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রসান্ত কুমার সাহা'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আলাউদ্দীন মাসুদ, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শামসুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রিয়াজুর হক, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান জুয়েল, সহ-সভাপতি উত্তম গোলদার, মোঃ কাজী সুমন, মোঃ সিয়াম রহমান হিমেল, মোঃ আতিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, নার্স ও স্থানীয় সুধীগণ অংশগ্রহণ করেন।