কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আসামি ধরতে গিয়ে থানা পুলিশের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, কাপাসিয়া থানার এস আই মনিরুল ইসলাম (৫০) ও থানার বিশেষ আনসার মনিরুজ্জামান (৪৬)।
আহত দুইজনের মাথা ফেটে যাওয়ায় দুইজনের মাথায় আটটি করে সেলাই লেগেছে বলে জানিয়েছেন কাপাসিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটি ডাক্তার সোহেল রানা।
বুধবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার তরগাও সৈয়দপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আহত এস আই মনিরুল ইসলাম বাংলাদেশ টুডে কে জানায়, গত রাত ১২ টার দিকে থানার পুলিশ সদস্য ও বিশেষ আনসারদের নিয়ে উপজেলার মিয়ার বাজার থেকে সৈয়দপুর গ্রামে এজাহারভুক্ত আসামি মো. আল আমিনকে ধরতে যাই। ওই গ্রামে গিয়ে আসামিকে পাওয়া যায়। এ সময় আসামি ও তাঁর লোকজন আমাদের উপর দেশীয় অস্ত্রে শস্ত্রে হামলা করে। এক পর্যায়ে তারা আমাদের দুইজনের মাথায় আঘাত করে। এতে দুইজনের মাথা ফেটে যায়।
আহত এস আই মনিরুল ইসলামের স্ত্রী এস আই রিয়া হোসেন জানান, আমার স্বামীর অবস্থা ভালো না। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় নিয়ে যাচ্ছি।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বাংলাদেশ টুডে কে জানান, আসামি ধরতে অভিযানে গেলে আসামির আঘাতে থানার দুইজন সদস্য গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ।