ঢাকা
১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:০৩
logo
প্রকাশিত : মে ১৫, ২০২৫

মিরসরাইয়ে দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক মাঠ মহড়া

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ঘূর্ণিঝড় ও দুর্যোগ প্রস্তুতির কর্মসূচি (সিপিপির) আয়োজনে জনসচেতনতা বাড়ানো এবং দুর্যোগের পূর্বে, চলাকালীন ও পরবর্তী সময় ব্যক্তি, পরিবার ও সামাজিক প্রস্তুতিমূলক জানমালের ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে ঘূর্ণিঝড় এই সতর্কীকরণ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১ টায় উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে হাইতকান্দি ইউনিয়ন টিম লিডার ও উপজেলার নির্বাচিত শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং কর্ণফুলী উপজেলা সিপিপির সহকারী পরিচালক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ও মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) চট্টগ্রামের উপ-পরিচালক হাফিজ আহাম্মদ, মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ সাফায়েত হোসেন, হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল চৌধুরী বলেন, ‘আগামী কিছুদিনের মধ্যে মিরসরাইয়ে আরো বড় পরিসরে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে বাস্তবভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শন করা হবে। স্বেচ্ছাসেবকদের সর্তকতার সাথে দুর্যোগকালীন সময়ে উদ্ধার কাজ চালাতে হবে, বিশেষ করে গাম বুটসহ নির্দিষ্ট পোষাক পরিধান করে নিজেদেরও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক মাঠ মহড়ায় তুলে ধরা হয় ঘূর্ণিঝড় সংকেত প্রচারের পরও অসচেতনদের প্রাণহানিসহ মালামালের ক্ষয়ক্ষতির দৃশ্য অভিনয়ের পাগলের ভূমিকায় পাশাপাশি ছিলেন চেয়ারম্যান পরিবার, মাতব্বর পরিবার, শিক্ষক পরিবার, কৃষক পরিবার, জেলে পরিবার, নৃত্য পরিবেশনা, ব্যবসায়ী, ইমাম পরিবার, ঘূর্ণিঝড় আসার আগে একটা পরিবারের স্বাভাবিক অবস্থা এবং ঘূর্ণিঝড় পরিবর্তী ক্ষয়ক্ষতির অবস্থায় সিপিপি সদস্যদের ভূমিকাগুলো তুলে ধরা হয়।

এতে সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সকল পেশার লোকজন মহড়া উপভোগ করেন। অনুষ্ঠান শেষে মহড়ায় অংশগ্রহণ করায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের ও সিপিপি স্বেচ্ছাসেবকদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram