গাজী জয়নাল আবেদীন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহের বিশ্বের একমাত্র নদী হালদাতে প্রজনন মৌসুমে আবারও ভেসে উঠতে মৃত মা মাছ (মৃগেল মাছ)। ১৫ মে (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১২ টায় হালদা নদী রাউজান অংশের আজিমের ঘাট এলাকায় এই মা মাছটি উদ্ধার করা হয়।
হালদা নদীর ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সাধারণ সম্পাদক রোসাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবী আনোয়ার ও বখতিয়ার জোয়ারের পানিতে ভেসে যাওয়ার সময় মা মাছটি উদ্ধার করেন।
হালদা নদীর ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সাধারণ সম্পাদক রোসাঙ্গীর আলম বলেন, ড্রেজারের আঘাতে মৃগেল মা মাছটির মৃত্যু হয়েছে। এটির ওজন প্রায় ৫ জেজি ১'শ গ্রাম এবং দৈর্ঘ্য ২ ফুট ৬ ইঞ্চি। মাছটির গোনাড ভর্তি পরিপক্ক ডিম রয়েছে। ডিমগুলো ভাল আছে। ধারণা করা হচ্ছে, গতরাতে ড্রেজারের আঘাতে মাছটি মৃত্যু হয়েছে। গত ৪ ঠা মে একই স্থানের অদূরে ড্রেজারের আঘাতে মৃত আরেকটি মা মাছ (কাতলা) উদ্ধার করা হয়েছিল। সেটার ডিম গুলো পঁচে গিয়েছিল।
তিনি আরো জানান, এখন নদীতে মা মাছের ডিম ছাড়ার জো চলছে। নদীতে মা মাছের আনাগোনা বেড়েছে। ৪ শতাধিক ডিম সংগ্রহকারী নৌকা-জাল ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বৃষ্টি জন্য অপেক্ষায় রয়েছে। নদীর উজানে বজ্রসহ বৃষ্টিতে পাহাড়ি ঢল নামলে মা মাছ ডিম ছাড়বে। এরমধ্যে ড্রেজারে আঘাতে মা মাছের মৃত্যু হচ্ছে। গত ১৫ দিনের মধ্যে যে দুটি মৃত মা মাছ আমাদের দৃষ্টিগোচর হয়েছে তা উদ্ধার করেছি। এরমধ্যে হয়ত আরো মা মাছ মারা যেতে পারে। যেগুলো হয়ত পঁচে নদীতে ভেসে গেছে, অন্যথায় কেউ তুলে নিয়ে খেয়ে ফেলেছে। যা নদীর জন্য খুবই অশনিসংকেত।
রাউজান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন আজাদী বলেন, উদ্ধারকৃত মৃত মা মাছ (মৃগেল) টি সুরতহাল রিপোর্ট করে হালদার পাড়ে মাটি চাপা দেওয়া হয়। মাছটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।