মমিনুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রা'র টনসিল অপারেশনকালে মৃত্যুর ঘটনায় চিকিৎসকের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অপারেশনের নামে হত্যাকান্ডের অভিযোগ এনে ‘এপেক্স হাসপাতাল প্রাইভেট লিমিটেড’ বন্ধের দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল নজরুল অডিটোরিয়ামের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা বলেন, ময়মনসিংহের ‘এপেক্স হাসপাতাল প্রাইভেট লিমিটেড’- এ অপারেশন অবস্থায় চিকিৎসকের গাফিলতিতে শ্বাসনালি কেটে তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রা (১২) মৃত্যু হয়। চিকিৎসক ডা. কামিনী কুমার ত্রিপুরা ও ডা. মাহবুবুর রহমানের দায়িত্বে অবহেলার কারণে শিক্ষার্থীর প্রাণহানি ঘটে। চিকিৎসকদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ও হাসপাতাল বন্ধের দাবি জানান তাঁরা।
মানববন্ধনে নিহত শিক্ষার্থীর সহপাঠী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণ অংশ নেন। তাঁরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে চিকিৎসায় অবহেলার বিরুদ্ধে শাস্তির দাবি তুলে নানা স্লোগান দেন।
উল্লেখ্য, উপজেলার বীররামপুর গফাকুঁড়ি গ্রামের মো. গোলাপ মিয়ার কন্যা তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রা'কে গত (১০ মে) শনিবার রাতে টনসিল অপারেশনের জন্য ময়মনসিংহ শহরের ‘এপেক্স হাসপাতাল প্রাইভেট লিমিটেড’ এর অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার কামিনী কুমার ত্রিপুরা ও ডাক্তার মাহবুবুর রহমান টনসিল অপারেশনকালে অসতর্কতার ফলে শ্বাসনালি কেটে যায়। এতে অপারেশনের টেবিলে তন্দ্রা মৃত্যুবরণ করে।