নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার ১০নম্বর বড়চওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজাহারুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ওই ইউনিয়নের বড়চওনা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার মামলায় এজাহার নামীয় আসামি।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুঞা বলেন, গ্রেফতারকৃ আসামি আজাহারুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলার এজাহার নামীয় আসামি।