কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখায় ৫ জন কৃষককে পুরস্কৃত করেছে জেলা কৃষি বিভাগ। বৃহস্পতিবার দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে কৃষকদের হাতে সনদ ও পুরস্কারের চেক তুলে দেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার ড. মামুনুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ আসাদুজ্জামানসহ উপজেলা কৃষি কর্মকর্তা ও মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৪ উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
তেলজাতীয় ফসল বৃদ্ধি প্রকল্পের আওতায় ৪ উপজেলায় ১২৫ জন সফল কৃষকের মধ্যে ৫ জনকে নির্বাচন করে পুরস্কৃত করা হয়।
কৃষি বিভাগ জানায়, তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখা কৃষকদের মাঝে প্রতি বছর এ পুরস্কার প্রদানের ধারা অব্যাহত থাকবে।
পুরস্কারপ্রাপ্ত কৃষকরা হলেন, নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের কৃষক মো: আজিজার রহমান, ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের কৃষক মোছা শেফালী বেগম, সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কৃষক মো: নুর ইসলাম, উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের কৃষক মো: কপিল উদ্দিন ও সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কৃষক শ্রী ধনি রায়।