মোঃ আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা (উ.) ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আনিকা আক্তার (৬) নামে এক শিশুর পুকুরে ডুবে করুণ মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত আনিকা নোয়াগাঁও গ্রামের আনোয়ার হোসেন ও রোজিনা আক্তার দম্পতির মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল বলে জানিয়েছেন এলাকাবাসী।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে আনিকা বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। পরিবারের অন্য সদস্যরা কাজে ব্যস্ত থাকায় কেউ বিষয়টি খেয়াল করেনি। দীর্ঘক্ষণ পরেও আনিকাকে না দেখে খোঁজ শুরু করে তার বড় বোন। পরে পুকুরের পানিতে খোঁজ করে তার নিথর দেহ উদ্ধার করে। আনিকার মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়ে প্রতিবেশী ও স্বজনরা।
প্রতিবেশী লিপি আক্তার জানান, পুকুরটা তাদের বাড়ির পাশে। ছোট বাচ্চারা প্রায়ই পুকুরে যাই। কিন্তু সে একা পুকুরে নামবে, ভাবতেই পারিনি। ঘটনায় পাড়ার সকলেই স্তব্ধ হয়ে গেছে।