রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় মাটির ঘর ভাঙ্গার সময় দেয়াল ধসে শাহেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১৪ মে (বুধবার) আনুমানিক রাত ৮ টার সময় উপজেলার এওচিয়া ইউনিয়নের আলীনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ শাহেদ (২০) উপজেলার এওচিয়া ইউনিয়নের আলীনগর তাল পুকুরপাড় এলাকার আবুল বশর (প্রকাশ বশর কোম্পানির) ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোহাম্মদ শাহেদ রাজমিস্ত্রীর কাজ সেরে পার্শ্ববর্তী এক বাড়িতে ঘর ভাঙ্গার সময় অসাবধানতার কারণে দেয়াল ধসে তার গায়ে পড়েন, দ্রুত তাকে উদ্ধার করে সাতকানিয়া আলফা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী এস এইচ সাঈদ খন্দকার জানান, নিহত যুবক আমার এলাকার ছোটভাই। সে রাজমিস্ত্রীসহ বিভিন্ন কাজ করে থাকে। কাজ শেষে বাড়ি ফিরে দেখে তার পার্শ্ববর্তী বাসিন্দা আব্দুল খালেকের মাটির ঘর ভাঙ্গতে আসা শ্রমিকরা সারাদিনেও ঘর ভাঙ্গতে পারেনি। রেগে গিয়ে নিজ থেকে মাটির ঘর ভাঙ্গার কাজ করে শাহেদ। নীচ থেকে দেয়াল ভাঙ্গার একপর্যায়ে অসাবধানতার কারণে দেয়াল ধসে তার গায়ে পড়ে।
সাতকানিয়া আলফা হাসপাতালের চিকিৎসক আনিছুর রহমান জানান, বাড়ির দেয়াল ধসে পড়ে বুকের হাড্ডি ভেঙ্গে গেছে। তাকে হাসপাতালে আনার আগে পথেই মৃত্যু হয়।