খালিদ হাসান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঝালকাঠির নলছিটি সরকারি ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে কলেজ ছাত্রদলের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাকিব গাজী, সদস্য সচিব নাঈম আহমেদ হিমেল, যুগ্ম আহবায়ক সজল খলিফা, ছাত্রনেতা রাতুল গাজীসহ ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় নলছিটি ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাকিব গাজী বলেন, যদি রক্তের প্রয়োজন হয় তাহলে ছাত্রদল রক্ত দিব তারপরেও আর একটি লাশও আমরা দেখতে চাই না। সদস্য সচিব হিমেল তার বক্তব্যে বলেন, আমরা একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস চাই, কোন হানাহানি চাইনা। প্রতিবাদ সভায় বিভিন্ন শ্রেণীর সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।