জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: যাত্রীবাহি মাহিন্দ্রা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রা যাত্রী মর্জিনা বেগম (৫২) ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় আরো পাঁচজন যাত্রী গুরতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল সোয়া দশটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মর্জিনা বেগম ইল্লা গ্রামের বাবুল বেপারীর স্ত্রী।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, মাদারীপুরের কালকিনি থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা প্রাইভেটকার ও গৌরনদী থেকে ভুরঘাটাগামী মাহিন্দ্রা ইল্লা দাখিল মাদ্রাসার কাছে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রা যাত্রী মর্জিনা বেগম ঘটনাস্থলেই নিহত হন।
এছাড়াও দুর্ঘটনা কবলিত উভয় গাড়ির পাঁচজন যাত্রী আহত হয়। গুরতর আহত মুরাদ কাজী মোতালেব বেপারী, মকবুল বেপারী, চন্দন পাল, পলাশ বিশ্বাসকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।