মাসুদুর রহমান খান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ঘরে ঢুকে এক নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর ওই নারীর নাক ও গলায় থাকা সোনার গয়না লুট করার অভিযোগও উঠেছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম তাজিয়া বেগম। তিনি কালুপুর গ্রামের আবদুল মান্নানের স্ত্রী। পুলিশের ধারণা, সোনার গয়না লুট করার সময় ধস্তাধস্তির মধ্যে বটি দিয়ে কুপিয়ে ওই নারীকে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার সময় তাজিয়া বেগমের স্বামী আবদুল মান্নান বাড়িতে ছিলেন না। ঘরে তাজিয়া একা ছিলেন। এই সুযোগে কে বা কারা ঘরে ঢুকে তাঁকে গলা কেটে হত্যা করেছেন। মান্নান বাড়ি ফিরে দেখেন রান্নাঘরের মেঝেতে স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন।
আবদুল মান্নান বলেন, ঘটনার সময় তাঁর স্ত্রী তাজিয়া বেগম রান্নাঘরে কাজ করছিলেন। দুর্বৃত্তরা তাজিয়া বেগমকে হত্যার পর তাঁর গলায় ও নাকে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, ধারালো বটি দিয়ে গলা কেটে ওই নারীকে হত্যা করা হয়েছে। নিহত নারীর মুখ ও গলার চার-পাঁচটি স্থানে ধারালো বটির জখম রয়েছে। এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে থেকে কিছু আলামত জব্দ করেছে পুলিশ।