আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বুধবার বিকেলে বজ্রপাতে মোকাররম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মোকাররম দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা এবং ওই গ্রামের উকিল মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩ টার দিকে প্রচন্ড ঝড় বৃষ্টির সময় তিনি বাড়ির কাছেই নিজ গাছের আম কুড়াতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হয়েছেন। মোকাররমের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।