চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ থেকে সকল আন্তঃনগর ট্রেন চালুসহ ৮ দফা দাবি আদায়ে ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার সকাল সোয়া ১০টার সময় সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া “মল্লিকা কমিউটার এক্সপ্রেস ট্রেন” প্রায় ৩৫ মিনিট অবরোধ করে রাখে।
ট্রেন অবরোধ ও মানববন্ধনে বক্তব্য রাখেন সুজনের জেলা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মুখলেসুর রহমান প্রমুখ।
তিনি বলেন, গত ১ মার্চ ২০২৫ ডিসি অফিস চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার আন্তঃনগর ট্রেন নিয়ে বৈষম্য ও অবহেলিত এই জনপদের মানুষের নায্য দাবিসমূহ নিয়ে কাজ করার বিষয়ে উদ্যোগ গ্রহণের কথা ঘোষণা করে। সেই ধারাবাহিকতায় গত ৭ মে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঐতিহাসিক মানববন্ধন কর্মসূচি, গণস্বাক্ষর সংগ্রহ ও জেলা প্রশাসক, রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। কিন্তু উত্থাপিত নায্য দাবিসমূহ বাস্তবায়নে আশানুরূপ সাড়া না পাওয়ায় আজ আমরা শান্তিপূর্ণ ট্রেন অবরোধ কর্মসূচি পালন করলাম।
এদিকে রেলস্টেশন মাস্টার ওবায়দুল্লাহ জানান, আন্দোলনকারীরা তাদের দাবি উপস্থাপন করলে তিনি তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেন। ঊর্ধ্বতন কর্মকর্তা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করলে প্রায় ৩৫ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে আজ দুপুরে নবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে সকল আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ সমিতি মতবিনিময় সভা করেন।