জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: মানব পাচার প্রতিরোধে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগই পারে এই ঘৃন্য অপরাধ রোধ করতে। এমন মন্তব্য করেন কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সোনিয়া লায়লা।
কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের হলরুমে মঙ্গলবার (১৩) তারিখ সকাল সাড়ে ১০টার দিকে বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের উদ্যোগে মানব পাচার প্রতিরোধ কমিটির ওই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- কেরালকাতা ইউনিয়ন পরিষদের সচিব শফিজুল ইসলাম, ইউপি সদস্য কহিনুর বেগম, মনোয়ারা বেগম, মুজিবর রহমান, মেশারফ হোসেন, মোস্তফা জামান, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক নুর হোসেন, শিক্ষক আজিজুর রহমান, উদ্যোক্তা সারমিন আক্তার, ছাত্রপ্রতিনিধি ফরাদ হোসেন, সমাজসেবক আজগার আলী, মাসুম বিল্লাহ, সাংবাদিক জুলফিকার আলী, সাতক্ষীরা ব্র্যাকের ফিল্ড অর্গানাইজার হাসান আল মামুন ও মিল্টন হুসাইন।
মানব পাচার প্রতিরোধ সভায় প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান (ভাররপ্রাপ্ত) সোনিয়া লায়লা সম্মিলিত প্রচেষ্টার বিষয়ে জোর দিয়ে আরও বলেন যে, মানব পাচার আইনি অধিকারের বিষয়ে আমাদের আরও সজাগ থাকতে হবে, যাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ন্যায়বিচার পায়।