নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন সাথী, কাকড়াজান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো.মফিজ উদ্দিন ও কৃষকলীগের সভাপতি মো.ফজলুল হককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কালিয়া ইউনিয়নের কচুয়া বাজার থেকে এজাহার নামীয় আসামি দেলোয়ার হোসেন সাথীকে এবং ভোর রাত তিনটার দিকে কাকড়াজান ইউনিয়নের জিতাশ্বরী গ্রামের নিজ বাড়ি থেকে অজ্ঞাতনামা আসামি হিসেবে মফিজ উদ্দিন ও ফজলুল হক কে গ্রেফতার করা হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।