কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে সুমন সুইটস ও ভাই ভাই সুইটস দুটি মিষ্টি কারখানায় কেমিক্যাল মেশানোর দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলার শিমুলতলী এলাকায় এ অভিযান পরিচলানা করা হয়েছে।
অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কালিয়াকৈর বাজারের আশেপাশে বিভিন্ন এলাকায় মিষ্টি কারখানা গড়ে উঠেছে। ওইসব কারখানায় কেমিক্যাল মিশিয়ে মিষ্টি, সন্দেশ, দইসহ বিভিন্ন খাদ্য তৈরি করে আসছে। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসলে মঙ্গলবার দুপুরে উপজেলার শিমুলতলী এলাকায় এ দুটি কারখানায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ ও কেমিক্যাল মিশ্রিত মিষ্টি, সন্দেশ, দই তৈরি করার দায়ে দুই কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ।এসময় কেমিক্যাল মিশ্রিত মিষ্টি ধ্বংশ করা হয়। ফারজানা পারভিন জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর কর্মকর্তাসহ উপজেলা ভূমি কর্মকর্তা, কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট দিল আফরোজ জানান, অবৈধ কেমিক্যাল মেশানো মিষ্টি তৈরি করা হয়েছে জানতে পেরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই কারখানায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এবং কারখানা সিলগালা করা হয়েছে। তবে এ অভিযান অব্যাহত থাকবে।