বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মনকিচর আসহাব মিয়া তালুকদার বাড়ি এলাকায় বৃদ্ধা বাবা-মা কে শারীরিক নির্যাতন, মারধর ও হাড়ভাঙ্গা জখমের অভিযোগ উঠেছে ছেলে, পুত্রবধূ ও নাতির বিরুদ্ধে।
এ ঘটনায় বাদী হয়ে সোমবার (১২ মে) রাতে ভুক্তভোগী বৃদ্ধা পিতা বদি আলম (৬৫) ছেলেসহ ছেলের বউ, নাতির বিরুদ্ধে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন- ছেলে মনছুরুল আলম (৩৯), পুত্রবধূ তসলিমা আক্তার (৩৬) ও নাতি মো. শিফাত (১৮)।
অভিযোগ সূত্রে জানা যায়, 'প্রায় সময় ওই বৃদ্ধার পুত্র মনছুরুল হক, পুত্রবধূ তসলিমা আক্তার ও তার নাতি মো. শিফাত অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি শারীরিকভাবে নির্যাতন করতো। বৃদ্ধার অভিযোগ, ছেলে আমাদের ভাত-কাপড়, ভরণ পোষণ তো দিতোই না বরং তার বউয়ের কুপরামর্শে প্রায় সময় আমাদের কে শারীরিক নির্যাতন করে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় আমাদের মারধর করতো।'
ভুক্তভোগী বদি আলম আরও বলেন, 'সর্বশেষ গত ৭ মে বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কোনো কারণ ছাড়া আমাকে ও আমার স্ত্রীকে লোহার রড ও স্ট্যাম্প দ্বারা বেধড়ক মারধর হাড়ভাঙ্গা জখম করে। একপর্যায়ে আমাদের শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়। চিকিৎসক এক্স-রে করতে বললে রিপোর্টে হাঁড় ভাঙ্গা জখম ধরা পড়ে। বর্তমানে আমি ও আমার স্ত্রী চিকিৎসাধীন আছি।'
মারধরের কথা স্বীকার করে ছেলে মনছুরুল হক জানান, 'এর আগেও আমার স্ত্রীর সাথে মা-বাবার ঝগড়া হয়। ঘটনার দিন আমি ছিলাম না। তারা আমার বিরোদ্ধেও অভিযোগ করেছে শুনেছি। তবে, আমার স্ত্রী ও পুত্র মারধর করলেও আমি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করেছি। তারা তা না করে থানায় অভিযোগ দেয়।'
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, 'বৃদ্ধাকে মারধরের বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'