বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলের কাশীল ইউনিয়ন বিএনপি’র কমিটি বাতিলের দাবিতে ইউনিয়ন বিএনপি’র ব্যানারে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি’র বহিষ্কৃত সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুল ইসলামের গ্রুপ।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে পুলিশি বাধায় বাসাইল-ভাতকুড়া সড়কের ছাতা মসজিদ সংলগ্ন সড়কে এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এসময় বিক্ষোভকারীরা বিএনপি’র ভাইস চেয়ারম্যান এ্যাড. আহমেদ আযম খানের ছবি সংবলিত কুশপুত্তলিকা দাহ করে। আওয়ামী দোসরদের নিয়ে গঠিত কমিটি বাতিলের দাবি করে সমাবেশে বক্তব্য রাখেন কাজী শহিদুল ইসলাম, জেলা বিএনপি’র সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রুপম, উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, কাশীল ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম, কাশীল ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আয়নাল জমাদার প্রমুখ।
স্থানীয় পুলিশ ও প্রশাসনকে উদ্দেশ্য করে কাজী শহিদুল ইসলাম বলেন, সমাবেশস্থল বাসাইল বাসষ্ট্যান্ড হলেও আপনাদের বাধা এবং পরে আপনাদের অনুরোধে আমরা রাস্তায় সমাবেশ করেছি। এরপরে আপনারা যদি আমাদের আর কোন প্রোগ্রামে বাধা দেন, আমাদের মৃত্যু হলেও আমরা তখন পিছু হটবো না। তিনি বলেন, যাকে ইউনিয়ন বিএনপি’র সভাপতি করা হয়েছে, সেই রমজান আলী বিগত আওয়ামীলীগের সংসদ সদস্য ভিপি জোয়াহেরের জন্য ভোট চেয়েছে। অথচ গত ১৫ বছর যারা জেল জুলুমের শিকার হয়েছে তারা কমিটিতে জায়গা পায়নি। অনতিবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, বাসষ্ট্যান্ড, তিন রাস্তার মোড় এলাকায় সভাসমাবেশ করার জন্য কর্তৃপক্ষের নিকট থেকে তাদের কোন অনুমতি না থাকায় ছাতা মসজিদ এলাকায় তাদেরকে থামিয়ে দেয়া হয়।
বাসাইল উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর বলেন, রাজনৈতিকভাবে যে ফ্যাসিস্টদের নিষিদ্ধ করা হয়েছে তাদেরকে পুনর্বাসিত করা, বাসাইলের শান্তিশৃংখলাকে নষ্ট করার জন্য কিছু দুর্বৃত্ত বাসাইল এসে পরিবেশকে অশান্ত করার চেষ্টা করেছিলো। এ্যাড. আহমেদ আযম খানের নেতৃত্বে এবং আদর্শে রাজনীতি করা বাসাইল উপজেলা বিএনপি’র সকল নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তাদের প্রতিহত করেছি।