পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: ঐতিহাসিক ১১ মে কুরআন দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবির পাইকগাছা উত্তর থানা, খুলনা দক্ষিণ জেলার উদ্যোগে এক আলোচনা সভা ও কুরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ মে) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাইকগাছা কয়রার গণ মানুষের নেতা খুলনা-৬ আসনের এমপি প্রার্থী বাংলাদেশ জামায়াাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব হযরত মাওঃ আবুল কালাম আজাদ।
এতে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, খুলনা দক্ষিণ জেলা শিবিরের সভাপতি আবু যর আলগিফারী, পাইকগাছা উত্তর থানা শিবিরের সভাপতি খালিদ মাহমুদ রেজাসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।