পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা থানা পুলিশ নাশকতার পৃথক মামলায় গত দু’ দিনে আওয়ামী লীগের ৪ জন নেতাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন (৫৪), হরিঢালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বেনজির আহম্মেদ বাচ্চু (৫৭) ও আলামিন মোড়ল (৫৮), গড়ুইখালী ইউনিয়নের বি এম শফিকুল ইসলাম বিশ্বাস (৫৮)।
তাদেরকে থানায় নাশকতার ১৪ ও ৮ নং মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।