তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় এজাহারনামীয় আসামি দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে আসামিদের বসত বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার জগতপুর ইউনিয়নের দশআনী গ্রামের মৃত হানিফ বেপারী ছেলে আঃ হক মিয়া (৪৫)। তিনি জগতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেম্বার। অন্যজন হলেন উপজেলার কড়িকান্দি ইউনিয়নের ইউসুফপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মোঃ রাসেল মিয়া (৪৫), তিনি কড়িকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই ওয়ার্ডের বর্তমান মেম্বার।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি মো. শহীদ উল্যাহ বলেন, গ্রেপ্তারকৃত দুইজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিতাস থানার মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে আসামির বসত বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।