কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদরের খরুলিয়ায় বাঁকখালী নদীতে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত তরুণের নাম মাহিদ হাসান ছিদ্দিক সেজাদ (২১)। নিখোঁজ হওয়ার আড়াই ঘণ্টা পর তার দেহ উদ্ধার করা হলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
মাহিদ ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া ঘাটপাড়ার ব্যবসায়ী হারুনুর রশিদের ছেলে। তিনি কক্সবাজার সিটি কলেজে স্নাতক সম্মানের ছাত্র।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের বাকঁখালী নদীতে গোসল করতে নামেন মাহিদ। দীর্ঘ সময় পার হয়ে গেলেও মাহিদ ফিরে না আসায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস কক্সবাজারে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ঘণ্টা খানেক তল্লাশি চালিয়ে নদীর এক কোণা থেকে মাহিদের নিথর দেহ উদ্ধার করে।
মাহিদের বন্ধু রিফাত ইসলাম বলেন, তার সঙ্গে শেষ কথা হয়েছিল সকালে। বলেছিল দুপুরে গোসল সেরে বিকেলে আড্ডা দিবে।
এদিকে এই তরুণের মৃত্যুর খবরে মুহূর্তেই মানুষের ভিড় জমে তার বাড়িতে।