ঢাকা
১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১২:৩৬
logo
প্রকাশিত : মে ৯, ২০২৫

কমলগঞ্জে পুশ ইন করা নারী, শিশুসহ ১৫ জনকে থানায় হস্তান্তর

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক দলই সীমান্ত দিয়ে ‘পুশ ইন’ নারী, শিশুসহ ১৫ জনকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে ৯ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ টি শিশু রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া জানান, আটককৃতদের যাচাই-বাছাই করে দেখা গেছে তারা বাংলাদেশি। তাদেরকে শুক্রবার সকালে কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে কোন মামলা দেয়া হয়নি। তাদের স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়ার জন্য পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।

থানায় হস্তান্তর করা ব্যক্তিরা হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার কনসুর গ্রামের আজিজুল মোল্লার ছেলে মো: রফিকুল ইসলাম (২৫), নড়াগাতী উপজেলার কলাবাড়িয়া গ্রামের ইনগুল শেখ এর ছেলে তারা শেখ (২৮), কালিয়া উপজেলার জয়পুর গ্রামের মান্নান শেখ এর ছেলে রাজিব শেখ (২৭), নানু মিয়ার মেয়ে শারমিন (২২), রাজিব শেখ এর ছেলে জোবায়ের (০৪), ইয়াসিন (০২), বেন্দাসচর গ্রামের আমজাদ শেখ এর ছেলে হাবিবুর রহমান (৩২), কুনজপুর গ্রামের গিয়াস শেখ এর ছেলে সুমন শেখ (৩০), খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বালিয়াভাংগা গ্রামের মাবুদ শেখ এর ছেলে তরিকুল শেখ (২৫), মাহাবুর শিকদারের মেয়ে শান্তা (২৪), তরিকুল শেখ এর মেয়ে সুমাইয়া (৮) ও ছেলে মোহাম্মদ শেখ (০৪), নড়াইল জেলার কালিয়া উপজেলার সাতবাড়ীয়া গ্রামের এরান মোল্লার ছেলে আব্দুল ছাত্তার (২৪), বাগেরহাট জেলার রামপাল উপজেলার চিরোম্বা গ্রামের জিন্দা শেখ এর মেয়ে হারিনা (২৫), সাহাব উদ্দীনের ছেলে আবু হুরারা (০৭)।

উল্লেখ্য, গত ৭ মে বুধবার অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন করার কারণে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনার পর থেকে মৌলভীবাজার জেলার ভারত সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশ সতর্কতা বৃদ্ধি করেছে।

আটককৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, পাঁচ বছর ধরে তাঁরা ভারতের আসামে বসবাস করছেন। হঠাৎ ভারতীয় পুলিশ তাঁদের ঘরবাড়ি ভেঙে দিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিক ভান্ডার এলাকায় নিয়ে এসে বিএসএফের হাতে তুলে দেয়। তাঁদের বাড়ি নড়াইল, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় বলে দাবি করেছেন। আটক ব্যক্তিরা আরও জানান, তাঁদের সঙ্গে আরও অনেকে ছিলেন। এই সংখ্যা তিন শতাধিক হবে। বিএসএফ তাঁদের কয়েকজনকে কমলগঞ্জের দলই সীমান্ত দিয়ে গেট খুলে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। তবে অন্যদের কোন সীমান্তে নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে তাঁরা কিছু বলতে পারেননি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, দলই সীমান্ত এলাকা দিয়ে পুশ ইন করা নারী শিশুসহ বিজিবির হাতে আটক ১৫ জনকে শুক্রবার সকালে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তারা ভারতে সাজাভোগ করে এসেছে। তাদের বিরুদ্ধে কোন মামলা নেই। আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে ছেড়ে দেওয়া হবে। তাদের স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়ার জন্য পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।

৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া জানান, আটককৃতদের যাচাই-বাছাই করে দেখা গেছে তারা বাংলাদেশি। তাদেরকে শুক্রবার সকালে কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে কোন মামলা দেয়া হয়নি। তাদের স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়ার জন্য পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram