ঢাকা
৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ১১:৪৬
logo
প্রকাশিত : মে ৭, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ থেকে পদ্মা, সিল্কসিটিসহ সকল আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ থেকে পদ্মা, সিল্কসিটিসহ সকল আন্তঃনগর ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সুশাসনের জন্য নাগরিক(সুজন) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ বুধবার বেলা ১১ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তব্য রাখেন, সুজনের সভাপতি মোঃ আসলাম কবির, সম্পাদক, মনোয়ার হোসেন জুয়েল, চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ ইসাহাক আলী, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, কলেজ শিক্ষক, কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি বাবুল আখতার, জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুর রহমান অনু, সমাজসেবী আব্দুল মজিদ প্রমুখ।

বক্তারা বলেন, চাপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ ও রহনপুর শুল্ক স্টেশন থেকে সরকার বছরে প্রায় ১ হাজার থেকে ১২’শ কোটি টাকা আয় করে থাকে। এই জেলার উদ্বৃত্ত ধান এবং চাল সারাদেশে সরবরাহ হয়ে থাকে। অথচ একটি মাত্র আন্তঃনগর বনলতা ট্রেন চালু আছে, সেখানে মাত্র ২১০টি সিট বরাদ্দ রয়েছে। অথচ এই জেলায় প্রায় ১৮ লক্ষ অধিবাসী রয়েছে। তাই প্রান্তিক এবং সীমান্তবর্তী এই জেলা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছে। অথচ পদ্মা, সিল্কসিটি, ধূমকেতু ও মধুমতিসহ সকল ট্রেন রাজশাহী ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত চলে। তাই বর্তমান অন্তর্বর্তী সরকার এই জেলা থেকে এসব ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে দাবি করেন বক্তারা।

আগামী ১৩ মে’২৫ মধ্যে উক্ত দাবি না মানলে ১৪ মে বনলতা ট্রেন অবরোধ করে রাখার কর্মসূচী ঘোষণা করেন নেতৃবৃন্দ।

শেষে নেতৃবৃন্দ পদ্মা, সিল্কসিটিসহ সকল আন্তঃনগর ট্রেনসহ ৮ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে রেলপথ এবং সড়কপথ সেতু উপদেষ্টার বরাবর প্রেরণ করে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram