যশোর প্রতিনিধি: খুন, মাদক, চোরাচালান, বিস্ফোরক ও অস্ত্রসহ ৩৩টি মামলার আসামি কাজী তারেককে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। দীর্ঘ ১২ বছর ধরে পলাতক ছিলেন তিনি।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞার নেতৃত্বে শহরের খড়কি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক তারেক শংকরপুর পশু হাসপাতাল এলাকার মৃত পিয়ারু কাজীর ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে রয়েছে ১৯টি মাদক মামলা, ৬টি চোরাচালান, ২টি বিস্ফোরক, ১টি খুন, ১টি অস্ত্র এবং ৪টি অন্যান্য মামলাসহ মোট ৩৩টি মামলা। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে ১৫টি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা।
এদিকে যশোর পুলিশ অফিসে এক প্রেস ব্রিফিংয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বলেন, কাজী তারেক চলতি বছরের জানুয়ারিতে ভাইপো রাকিবকে গুলি করে হত্যাচেষ্টার মামলারও অভিযুক্ত। ওই ঘটনায় কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আটকের পর কাজী তারেককে আদালতে সোপর্দ করা হয়েছে।