শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে ধানক্ষেত রক্ষায় বৈদ্যুতিক ফাঁদ বসিয়ে হাতি হত্যা করে মাটিচাপা দেওয়ার অপরাধে বন্যপ্রাণী আইনে একটি মামলা করা হয়েছে। হাতির মরদেহ উদ্ধারের পর আলামত জব্দ করে ঘটনার সাথে জড়িত তিন সহোদরের নাম উল্লেখ করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রে আদালত, বাঁশখালী, চট্টগ্রাম বরাবরে মামলা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জলদী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।
বুধবার (৭ মে) বাঁশখালী উপজেলার নাপোড়া বিটের বিট কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় আসামিরা হলেন পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি ৫ নম্বর ওয়ার্ডের নুরুল কবির প্রকাশ পুতুইন্যার পুত্র মো. বাদশা (২৮), মো. মিজানুর রহমান (২৫) ও মো. মিনহাজ (১৯)।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, 'পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব-পুঁইছড়ি গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বসিরা বাড়ি সংলগ্ন চিতাখোলা এলাকার কপালকাটা মফিজের ঘোনায় কয়েক একর জমিতে ধান চাষ করেছেন ওই এলাকার নুরুল কবির প্রকাশ পুতুইন্যার তিনপুত্র বাদশা, মিজানুর রহমান, মিনহাজ। সেখানে ধানক্ষেতের চারপাশে ক্ষেত রক্ষায় বৈদ্যুতিক ফাঁদ (গুনার তার) স্থাপন করেন তারা। আনুমানিক ৩-৪ দিন আগে রাতের বৈদ্যুতিক ফাঁদে ৫-৬ বছর বয়সী একটি হাতি শাবকের মৃত্যু হলে তড়িঘড়ি করে মাটিচাপা দেন তারা। মাটিচাপা দেওয়ার পর ঘটনাস্থলে গাছ রোপণ করা হয়।'
মঙ্গলবার (৬ মে) সকাল থেকে পুরো এলাকাজুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে খবর পেয়ে দুপুরে জলদী রেঞ্জের আওতাধীন চট্টগ্রাম বন্যপ্রাণী বিভাগের একটি দল ধানক্ষেত থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় হাতিটির মরদেহ উদ্ধার করে। এ সময় দুলাহাজারা সাফারি পার্ক ও বাঁশখালী উপজেলা পশু হাসপাতালের চিকিৎসক হাতির মরদেহের কিছু অংশ ময়নাতদন্তের জন্য সংগ্রহ করেন।
মামলার বাদী নাপোড়া বিট কর্মকর্তা অঞ্জন বিশ্বাস জানান, 'বন্যহাতি সুরক্ষায় আমরা প্রতিনিয়ত কাজ করছি। কিন্তু বাঁশখালীতে হাতি হত্যার মতো জঘন্য কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ মামলাটি দায়ের করেছি। অনেকটা নিশ্চিত হয়ে ঘটনায় জড়িত তিন ব্যক্তিকে আসামি করে বাঁশখালী আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।'
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, 'বাঁশখালীর পুঁইছড়ি এলাকায় একটি বন্যহাতির মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে বন্যপ্রাণী আইনে কোর্টে মামলা হওয়ার কথা। আমাদের কাছে এখনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
উল্লেখ্য, গত মাসেও একই উপজেলার সরল ইউনিয়নের জঙ্গল পাইরাং বিটের আওতাধীন এলাকায় আরও একটি হাতিকে হত্যা করে তার দাঁত ও নখ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছিল।