এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: অবশেষে সাতক্ষীরা তালার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেলের রংপুর বিভাগে বদলীর আদেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মোঃ শহিদুল ইসলাম স্বাক্ষরিত ০৫.০০.০০০০.১৩৯.১৯.০০৯.২৪-১৫৪ নম্বর স্মারকে এই আদেশ দেওয়া হয়। আদেশে রংপুর বিভাগে তাকে বদলি করা হয়। সোমবার (৫ মে) রাষ্ট্রপতির দপ্তর থেকে এই আদেশ জারি হয়।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল দুপুরে তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ৯ কোটি টাকার প্রকল্পের কাজে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু। এসময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এমএম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সঙ্গে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সাংবাদিককে তথ্য জানার কে এমন প্রশ্ন করলে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেলকে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিকসহ স্থানীয়দের সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিক টিপুকে ১৮৬ ধারায় ১০ দিনের সাজা দেন এবং ২০০ টাকা জরিমানা করেন। এর প্রেক্ষিতে ফুঁসে উঠে তালাসহ সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ। দেশের প্রথম শ্রেণীর জাতীয় দৈনিক ও আঞ্চলিক পত্রিকায় নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেলের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। এবং পরদিন তালা, সাতক্ষীরাসহ সারা দেশে শুরু হয় মানববন্ধন ও স্মারকলিপি পেশ। সাংবাদিকদের দেওয়া ২৪ ঘন্টার আল্টিমেটামের মুখে সাতক্ষীরার মহামান্য আদালত তাকে জামিনে মুক্তি দেন।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার পৃষ্ঠপোষকতায় তালা উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীদের ব্যানার এবং উপজেলার বিভিন্ন শ্রেণিপেশা ও রাজনৈতিক দলকে দিয়ে উপজেলা পরিষদের সামনে শেখ মোঃ রাসেলের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে মাবনবন্ধন করানো হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকাল ৫ টায় উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল সাংবাদিকদের সৌজন্যে এক মতবিনিময় সভার আয়োজন করেন। তবে তালার মূলধারার সাংবাদিকরা উক্ত মতবিনিময় সভা বয়কট করেন।