বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফলের কালাইয়া লঞ্চঘাট এলাকায় আলগী নদীর বেশকিছু অংশ দখল করে স্থাপনা নির্মাণ করছেন সুভাষ মন্ডল (৭০) নামের এক ব্যক্তি। তিনি পেশায় একজন হোমিওপ্যাথিক চিকিৎসক।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার কালাইয়া লঞ্চঘাট-সংলগ্ন পূর্ব পাশে আলগী নদীর দক্ষিণ তীর থেকে নদীর মধ্যে প্রায় ১২ ফুট প্রস্থ ও ৫০ ফুট দৈর্ঘ্য পরিমাণ নদী দখল করে পাইল করার পর গাইডওয়াল নির্মাণ করেছেন। বালু দিয়ে ভরাট করার জন্য পাইপ বসানো হয়েছে। শ্রমিকেরা জানিয়েছেন সুভাষ মন্ডল তাদের দিয়ে এ কাজ করাচ্ছেন।
মো. রিয়াজ (৫০) নামে এক ব্যক্তি বলেন, এভাবে দখল করার কারণেই খরস্রোতা আলগী নদীটি দিন দিন ছোট হয়ে যাচ্ছে।
এ বিষয়ে জানতে সুভাষ মন্ডলের মোবাইল ফোনে কল করা হলে তার স্ত্রী পরিচয়ে তৃপ্তি রায় ফোন ধরে বলেন, তাদের রেকর্ডীয় জমি নদীতে ভেঙে গেছে। ওই জমিতে তার স্বামী স্থাপনা নির্মাণ করছেন। তারা নদীর জমি দখল করেননি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে নদী দখল করে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নাই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।