শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লায় আওয়ামী দোসরদের পুনর্বাসনের অভিযোগ উঠেছে এনসিপির কেন্দ্রীয় নেত্রী হাফসা জাহানের বিরুদ্ধে। মোটা অংকের টাকার বিনিময়ে মামলা থেকে অব্যাহতি দিতে বাদী পক্ষদের পরামর্শ দিচ্ছেন এই নেত্রী। কুমিল্লা সদরের সাবেক সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের কন্যা ও সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার স্বামী সাইফুল আলম রনি ওরফে জামাই রনিকে বৈষম্যবিরোধী মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য কাজ করছেন হাফসা জাহান। এসব ঘটনার সংশ্লিষ্ট এসএমএস ও কল রেকর্ড সম্প্রতি ফাঁস হয়েছে।
এমপি বাহারের জামাতা সাইফুল আলম রনির বিরুদ্ধে ৫ আগষ্টের পর বেশ কিছু মামলা দায়ের করা হয়েছে। তিনি এখন পলাতক রয়েছেন। ফেসবুক ম্যাসেঞ্জারে পলাতক জামাই রনির সাথে এনসিপির নেত্রী হাফসা জাহানের বেশ কয়েকবার কথা হয়েছে। একটি স্ক্রিনশর্টে দেখা যায়, দুই দফায় ৫৬ মিনিট ও ৩১ মিনিট কথা হয়েছে দুজনের মধ্যে। পলাতক সাইফুল আলম রনি ও জনৈক এক ব্যক্তির সাথে মুঠোফোনে হাফসার সাথে মামলা বিষয়ে কথা হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
এদিকে এনসিপির কেন্দ্রীয় নেত্রী হাফসা জাহান বৈষম্যবিরোধী মামলার বাদী ইনজামামুল হক নামের এক যুবককে মুঠোফোনে টাকার বিনিময়ে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। মুঠোফোনে মামলার বাদিকে হাফসা বলেন- “৫ /১০ হাজার টাকা দিয়ে এত বড় মামলা শেষ হবে? যদি শেষই করেন ৫/১০ হাজার না ৫/১০ লাখ টাকা বইলেন।”
এ বিষয়ে এক মামলার বাদী ইনজামামুল হক ভিডিও বার্তায় হাফসার সাথে কথোপকথনের বিষয়টি স্বীকার করেছেন। হাফসা জাহান কুমিল্লা নগরীর ১০নং ওয়ার্ডের ঝাউতলা এলাকার বাসিন্দা। তার শ্বশুর বাড়ি পুরাতন চৌধুরীপাড়া।
এসব বিষয়ে বক্তব্য জানতে এনসিপির কেন্দ্রীয় নেত্রী হাফসা জাহানের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, মামলার বাদী তো আমি না। আর দেশে কি আইন-কানুন বলতে কিছু নেই যে আমি বললাম আর বাদী মামলা তুলে নিবে। আমার বিষয়ে আমি আনিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। আবার, আমি যখন বাদী কে জিজ্ঞেস করেছিলাম, তিনি আমাকে বলেছেন তার বক্তব্য কাটছাট করে গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এই ভিডিও আমার কাছে আছে। চাইলে আপনারা নিতে পারেন।