সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিগারেটের আগুনে পুড়ে মৃত্যু হয়েছে দরছ মিয়া (৬৫) নামের এক প্যারালাইজড কাতার প্রবাসীর। বৃহস্পতিবার (১ মে) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার আশিন্দ্রোন ইউনিয়নের মতিগঞ্জ বাজারস্থ তাঁর নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দরছ মিয়া দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় বাড়িতেই অবস্থান করছিলেন। তিনি বিছানায় শুয়ে থেকেই নিয়মিত ধুমপান করতেন বলে পরিবারের সদস্যরা জানান। ঘটনার সময় বাড়ির অন্য সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে শ্রীমঙ্গল শহরে ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন, অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকে বিছানায় আগুন ধরে যায়। আগুনের খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দরছ আহমেদকে প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) মুহিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দেখেছেন ওই রুমের বিছানা পুড়ে ছাই হয়ে গেছে। লাশ হাসপাতালে থাকায় তার শরীর পুড়ে কিনা বলতে পারেন নি। তবে তিনি নিহতের আত্বীয় স্বজনের কাছে শুনেছেন তিনি বিছানা থেকে পড়ে হামাগুড়ি দিয়ে পড়ে সরে যান। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান।