যশোর প্রতিনিধি: যশোরে ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগে রাজু হোসেন (৫৫) নামে এক বাড়িওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ এলাকা থেকে ধর্ষক রাজুকে গ্রেফতার করেছে।
গ্রেফতার হওয়া রাজু হোসেন জেলার ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের শেখ আবুল কাশেমের ছেলে।
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, রাজু হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন সাতক্ষীরার শ্যামনগরের বাসিন্দা এক দম্পতি। গত বুধবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে ভাড়াটিয়ার ঘরে যায় রাজু হোসেন। এরপর সে ভাড়াটিয়ার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর বিষয়টি কাউকে না জানতে হুমকি দেয়। রাতে স্বামী বাড়িতে ফিরলে নির্যাতিত নারী বিষয়টি তাকে জানায়। এরপর তারা ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দেয়। পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে রাজু হোসেনকে গ্রেফতার করে।