দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: শ্রমিকদের সন্তানদের জন্য সারাদেশে আলাদা শিক্ষাপ্রতিষ্ঠান করার দাবি জানিয়েছেন তৃণমূলের সাধারণ শ্রমিক নেতারা। সারাদেশে আহত ও পঙ্গুত্ব বরণ করা শ্রমিকদের চিকিৎসার জন্য বিশেষ হাসপাতাল নির্মাণের জন্যও দাবি জানান তৃণমূলের সাধারণ শ্রমিক নেতারা।
বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর দশমিনা উপজেলার দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে মহান মে দিবসে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) আয়োজিত আলোচনা সভায় এসব দাবি জানান সাধারণ শ্রমিকরা।
উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শফিকুর রহমান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আনিচুর রহমান মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আবদুল আলীম তালুকদার, সাধারণ সম্পাদক শাহ আলম শানু, যুগ্ম সম্পাদক ফখরুজ্জামান বাদল, শিক্ষক গাজী মো. ইসমাইল, শ্রমিক নেতা আবদুর রাজ্জাক সিকদার, মো. হাবিবুর রহমান ও আক্তার হোসেন প্রমুখ। এর আগে, বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।