মো. শফিকুর রহমান, রাঙামাটি প্রতিনিধি: কাপ্তাই হ্রদ হতে তিন মাসের জন্য মৎস্য আহরণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
রাঙ্গামাটি জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ এবং হ্রদের ভারসাম্য রক্ষার স্বার্থে ০১ মে হতে ৩১ জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদের সমগ্র এলাকায় সকল প্রকার মৎস্য আহরণ, শুকানো/সংরক্ষণ, পরিবহন এবং বাজারজাতকরণ সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করা হলো।
নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইনানুগ শান্তি প্রদান করা হবে। মৎস্য আহরণ নিষিদ্ধকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলার সীমানার মধ্যে সকল বরফকল বন্ধ থাকবে। নির্ধারিত অভয়াশ্রমসমূহে সব সময়ের জন্য মৎস্য আহরণ পূর্বের মতোই বন্ধ থাকবে।
আদেশে আরো উল্লেখ করা হয়, ৩০ এপ্রিল ২০২৫ খ্রি. দিবাগত রাত ১২ ঘটিকা পর্যন্ত ধৃত মাছ পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে পরিবহন সম্পন্ন করতে হবে। কাপ্তাই হ্রদ এলাকায় শুকানো মাছ ৩ মে সন্ধ্যা ৬ ঘটিকার মধ্যে আবশ্যিকভাবে পরিবহন সম্পন্ন করতে হবে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙ্গামাটির ব্যবস্থাপক কমান্ডার মো: ফয়েজ আল করিম জানান, কাপ্তাই হ্রদে ১ মে হতে ৩১ জুলাই পর্যন্ত মৎস্য আহরণে নিষেধাজ্ঞা থাকবে।
কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে জানান তিনি। উল্লেখ্য, গত ১৬ এপ্রিল রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদ হতে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়।