কক্সবাজার প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে এক মিয়ানমার নাগরিকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সোমবার (২৩ জুন) বিকেল ৪টার দিকে ঘুমধুম ইউনিয়নের চাকমার কাটা এলাকার ৩৫ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম তং চং গ্যা (১৯)। তিনি মিয়ানমারের মিডাক গ্রামের বাসিন্দা এবং রাখাইন সম্প্রদায়ের সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাশরুরুল হক।
স্থানীয়রা জানান, ওই সময় তং চং গ্যা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চিকিৎসার উদ্দেশ্যে প্রবেশ করছিলেন। এমন সময় মাটির নিচে পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরিত হয়, যার ফলে তার বাঁ পা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
জানা গেছে, মিয়ানমারের আরাকান আর্মি সীমান্ত এলাকায় রোহিঙ্গা বিদ্রোহীদের দমন করতে বিভিন্ন স্থানে স্থলমাইন ও বিস্ফোরক পুঁতে রেখেছে। এ কারণে সীমান্ত এলাকায় চলাচলকারী সাধারণ মানুষ প্রায়ই মাইন বিস্ফোরণের শিকার হচ্ছেন।
এ ঘটনায় সীমান্ত এলাকায় আবারও নিরাপত্তা শঙ্কা ও আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা সীমান্তে নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর নজরদারি কামনা করেছেন।