সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে এক এসএসসি পরিক্ষার্থীর পিতাকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিনদিনের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম আনোয়ার শিকদার (৫০)। সে উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলি গ্রামের মৃত সামসুল হকের ছেলে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ৯ টার দিকে উপজেলার সাহরাইল উচ্চবিদ্যালয়ে এসএসসি কেন্দ্রে এই ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকাল ৯ টার দিকে এসএসসি পরিক্ষার্থী মেয়ের সাথে আনোয়ার শিকদার বাধানিষেধ উপেক্ষা করে কেন্দ্রের ভিতরে ঢোকে। এসময় কেন্দ্র হতে তাকে বের হয়ে যাওয়ার জন্য বলা হলেও বের হননি। উল্টো পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়ান তিনি। এমন অভিযোগে আনোয়ার শিকদারকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিনদিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আব্দুল্লাহ বিন-সফিক। পরে জরিমানার টাকা পরিশোধ করে তিনি মুক্ত হন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আব্দুল্লাহ বিন-সফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসএসসি পরীক্ষা কেন্দ্রে অনধিকার প্রবেশ ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে আনোয়ার শিকদারকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিনদিনের কারাদণ্ড দেওয়া হয়। জরিমানার টাকা পরিশোধ করলে তাকে ছেড়ে দেওয়া হয়।