একে মিলন, সুনামগঞ্জ: বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর, সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম খায়রুল হককে গ্রেফতার ও বিচারে সোপর্দকরণ এবং ফ্যাসিবাদের দোসর উচ্চ ও নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুনামগঞ্জ ইউনিট।
মঙ্গলবার বেলা ২টায় সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, আইনজীবী সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হক, সিনিয়র আইনজীবী মল্লিক মাঈন উদ্দিন সোহেল, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলার সভাপতি অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট আব্দুল জলিল, অ্যাডভোকেট জিয়াউর রহমান শাহীন, অ্যাডভোজেট মামুনুর রশীদ কয়েস, অ্যাডভোকেট কামাল হোসাইন প্রমুখ।