নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ট্রাকের ধাক্কায় মো.খোরশেদ আলম (৬২) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাতটার দিকে সখীপুর-গোড়াই সড়কের প্রতিমাবংকী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস ঠকানিয়াপাড়া গ্রামের মৃত পিয়ার মাহমুদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খোরশেদ আলম মঙ্গলবার সকালে উপজেলার নলুয়া বাজার থেকে সখীপুর আসার পথে প্রতিমাবংকী নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকির হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।