শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এক বিএনপি নেতার ফেন্সিডিল সেবনের একটি ভিডিও সম্প্রতি সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়। এতে দেখা যায়, বিএনপি নেতা শেখ মারুফ আহম্মেদ একটি কক্ষে বসে ফেন্সিডিল সেবন করছেন। একই সাথে তাকে নাইট ক্লাবের মেয়েদের হাত ধরে গানের তালে তালে নাচতে দেখা যায়।
ভিডিওটি গত ২৬ এপ্রিল রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ায় সমালোচনার ঝড় উঠে। এমন ঘটনায় শ্রীপুর পৌর বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়।
এ বিষয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী জানায়, ভাইরাল হওয়া ভিডিওটি মারুফ আহম্মেদের। এতে দেখা যায়, সে ফেন্সিডিল সেবন করছেন। যদিও তার দাবি এটি ফেন্সিডিল ছিলোনা, এটি ছিলো কাশির ঔষধ, কিন্তু থানায় তার করা জিডিতে উল্লেখ করেন ভিডিওটি এডিট করা। এখন কোনটা সত্যি সেই ভালো জানে। মারুফ আহম্মেদের এমন ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়াতে বিএনপির ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ন হয়েছে। মারুফ আহম্মেদ তৎকালীন পৌর সভাপতি কাজী খানের মৃত্যুর পর পদাধিকার বলে সিনিয়র সহ সভাপতি পদের দায়িত্ব পালন করেন।
পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মারুফ আহম্মেদের কাছে ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবই ষড়যন্ত্র। আমি কি এগুলোর মধ্যে আছি নাকি? আমি এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহম্মেদ সিদ্দিকী জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না, তবে বিষয়টি তার নজরে আসলে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।